সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলম গ্রেপ্তার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ১১ কোটিরও বেশি নাগরিকের ৪৬ ধরণের ব্যক্তিগত তথ্য চুরি ও বিক্রির অভিযোগে মামলা রয়েছে।

 

বুধবার (৫ মার্চ) দিনগত রাতে নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার জনৈক চিকিৎসকের বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানান সিএমপির পাঁচলাইশ থানার ওসি মো. সোলেয়মান।

 

তিনি বলেন, চট্টগ্রাম থেকে গ্রেপ্তারের পর বুধবার (৫ মার্চ) রাতে সাবেক এই সচিবকে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম ঢাকায় নিয়ে যাওয়া হয়।

Source link

Exit mobile version