সাবেক জ্বালানি উপদেষ্টার পিএস মনোয়ার হোসেন গ্রেফতার


ঢাকা জেলার ধামরাই এলাকায় অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় সাবেক জ্বালানি উপদেষ্টার পিএস মো. মনোয়ার হোসেনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ মার্চ) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ৪ মার্চ ঢাকার ধামরাই এলাকায় অভিযান পরিচালনা করে মনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মনোয়ার আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ছিলেন। তিনি বিগত সংসদ নির্বাচনে ধামরাই আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি ২০০৯-১০ সালে সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা (পিএস) ছিলেন।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, গ্রেফতার মনোয়ার হোসেন বৈষম্যবিরোধী আন্দোলনে মো. মনির হোসেন হত্যা চেষ্টার ঘটনায় আদাবর থানায় দায়ের করা একটি মামলার আসামি। মো. মনির হোসেন বাদী হয়ে ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর আদাবর থানায় মামলাটি দায়ের করেছিলেন।

তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ঢাকা জেলার ধামরাই এলাকা থেকে মো. মনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।

টিটি/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version