Facebook Bio Status

সাতকানিয়ায় মাটি কাটার দায়ে দুজনকে একমাসের কারাদণ্ড


চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ইয়াছিন আরাফাত (২১) এবং মোহাম্মদ ইলিয়াছ (৩৫) নামে দুজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি মাটি কাটার কাজে ব্যবহৃত দুইটি ডাম্পার পিকআপ জব্দ করা হয়েছে।

দণ্ডিত ইয়াছিন আরাফাত লোহাগাড়া থানার চরম্বা ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে এবং এবং ইলিয়াছ আমিরাবাদ ইউনিয়নের ফওজুল কবিরের ছেলে।

বুধবার (৫ মার্চ) সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের বারদোনা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারিস্তা করিম বলেন, সাতকানিয়ায় মাটি খেকো সিন্ডিকেটের অপতৎপরতা রোধে উপজেলা প্রশাসন নিয়মিত কাজ করছে। এরই ধারাবাহিকতায় বারদোনায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটার সময় দুজনকে আটক করা হয়। এসময় তারা অপরাধ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ আইনে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি দুইটি ডাম্পার পিকআপ জব্দ করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমডিআইএইচ/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button