সাতকানিয়ায় মাটি কাটায় দু’জনকে কারাদণ্ড

চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুই যুবককে এক মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি পরিবহনের কাজে ব্যবহৃত দুইটি মিনি ট্রাকও জব্দ করা হয়েছে। গতকাল উপজেলার সদর ইউনিয়নের বারদোনা এলাকায় অভিযান চালিয়ে তাদের কারাদ- দেওয়া হয়। দ-িতরা হলেন- লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের নুরুল ইসলামের পুত্র ইয়াছিন আরফাত (২১) এবং আমিরাবাদ ইউনিয়নের ফওজুল কবিরের পুত্র মোহাম্মদ ইলিয়াছ (৩৫)। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম তাদের সাজা দেন।
তিনি বলেন, ফসলি জমির মাটি কেটে বিক্রি করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী দু’জনকে কারাদ- দেওয়া হয়েছে। পাশাপাশি দুইটি ডাম্পার পিকআপ জব্দ করা হয়।
তিনি আরো বলেন, মাটি আমাদের প্রাকৃতিক সম্পদ। এ সম্পদকে বিনষ্ট করে যারা প্রকৃতির বিরুদ্ধে কাজ করছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।