সাংবাদিক ফারুক মেহেদীর ‘এক মেনুতে লাঞ্চ-ডিনার ব্রেকফাস্ট’ গ্রন্থের মোড়ক উন্মোচন

সাংবাদিক ও কালের কন্ঠের বার্তা সম্পাদক ফারুক মেহেদীর লেখা কলামসমগ্র নিয়ে ‘এক মেন্যুতেই লাঞ্চ-ডিনার ব্রেকফাস্ট’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। বইমেলার সমাপনী দিনে প্রকাশনা প্রতিষ্ঠান অয়ন প্রকাশনের স্টলে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন স্যার উইলিয়াম বিভারিজ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ও বারিধারা ডিওএইচএস পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস।
গ্রন্থটির মোড়ক উন্মোচন শেষে প্রধান অতিথির বক্তৃতায় জেনারেল জীবন কানাই দাস বলেন, সাংবাদিক ফারুক মেহেদী চ্যানেল ২৪ এ আমার সাবেক সহকর্মী ছিলেন। তার সঙ্গে আমার জানাশোনা প্রায় এক দশকের। এই গ্রন্থটি ২০২১-২২ সালের সমসাময়িক বিষয় নিয়ে লেখা নিবন্ধের সংকলন। এসব লেখায় তিনি মূলত সমসাময়িক অর্থনীতি, রাজনীতি ও সামাজিক ইস্যুগুলো আমাদের সমাজে পরিবারে ও মানুষের মধ্যে কি প্রভাব ফেলে তা তুলে ধরার চেষ্টা করেছেন। আমি আশা করি, তার এই বৈচিত্র্যময় লেখার কলামসমগ্র গ্রন্থটি পাঠককে সমৃদ্ধ করবে।
এ সময় গ্রন্থটির লেখক ফারুক মেহেদী বলেন, বেশিরভাগ লেখাই দৈনিক আজকের পত্রিকাসহ বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত উপসম্পাদকীয়ের সংকলন। এসব লেখা মূলত ২০২১-২২ সালের সমসাময়িক বিষয় নিয়ে লেখা। ওই সময় করোনা মহামারী মানুষের জীবনকে দারুণভাবে প্রভাবিত করে। এছাড়া তখনকার সমকালীন অর্থনীতি ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ও সমাজে প্রভাব বিস্তার করে। এসব বিষয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন, সাংবাদিক পার্থ সারথি দাস, কবি ও লেখক সাইফুল ইসলাম এবং প্রকাশক মিঠু কবির।