Facebook Bio Status

সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হলেন ইবির ৩ শিক্ষার্থী


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিন শিক্ষার্থী সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রকাশিত ফলে তারা উত্তীর্ণ হন। সারাদেশ থেকে মোট ১০২ জন এ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণরা হলেন, আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের জান্নাতুল আয়শা রিতু, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মেহেনাজ হুমায়রা কোহেলী এবং ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস এম নাহিদ হাসান জয়।

মেধা তালিকায় ৩৪তম হওয়া নাহিদ হাসান জয় সাফল্যের বিষয়ে বলেন, মহান আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা যে তিনি আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই আমার ইচ্ছে ছিল যে একদিন বিচারক হয়ে দেশ ও দেশের মানুষের জন্য ন্যায়বিচারে কাজ করবো। পরিবারও আমাকে এই বিষয়ে উৎসাহিত করেছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বড় ভাই-আপুদের সুপারিশপ্রাপ্ত হতে দেখে অনুপ্রাণিত হয়েছি। এছাড়া শিক্ষকগণও আমাকে অনুপ্রাণিত করেছেন।

এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button