Status

সরকারে প্রতিনিধিত্বকারী সব ছাত্রের পদত্যাগ করা উচিত : নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দুই ছাত্র উপদেষ্টাসহ সরকারে প্রতিনিধিত্বকারী সব ছাত্রের পদত্যাগ করা উচিত। গতকাল রাজধানীর বিজয়নগরের আল রাজি কমপ্লেক্সে গণঅধিকার পরিষদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নুর বলেন, সরকারে থেকে নির্বাচন করলে তা নির্বাচনকে প্রভাবিত করবে। সরকারে তিনজন ছাত্রনেতার একজন পদত্যাগ করে এসেছেন। বাকি দুইজন তো আছেন। তিনি বলেন, সরকারে থেকে দলীয় সরকারের অধীনে শেখ হাসিনা নির্বাচন করতে চেয়েছিল। তা রুখে দেওয়ার জন্য আমরা আন্দোলন-সংগ্রাম করেছিলাম। এখন এই সরকারের উপদেষ্টা পরিষদে থেকে যদি তারা (ছাত্ররা) দল গঠন করেন তাহলে এটা সরকারি দল হবে। তাহলে আওয়ামী লীগের মধ্যে এবং এই (জাতীয় নাগরিক পার্টি) দলের মধ্যে পার্থক্য কোথায়?
নুরুল হক নুর বলেন, অবশ্য আমরা চাই তারা (জাতীয় নাগরিক পার্টি) ভালো রাজনীতি করুক, শুদ্ধ রাজনীতি করুক। কিন্তু সরকারে থেকে সেটা তো সম্ভব নয়। একজন দল গঠন করেছেন, তিনি পদত্যাগ করেছেন, বাকি দুজন তো সরকারে রয়েছেন। গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে ছাত্র উপদেষ্টাদের তদারকি কমিটি রয়েছে। সরকারের সঙ্গে কাজে তিন উপদেষ্টার আজ্ঞাবহ নেক্সাস (যোগসূত্র) তৈরি হয়েছে। ডাকসুর এই সাবেক সভাপতি বলেন, ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে দেড় দশকের ফ্যাসিবাদের পতনের মাধ্যমে রাষ্ট্র ও আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে গণঅভ্যুত্থানের অংশীজনদের নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের জনআকাঙ্ক্ষা তৈরি হলেও দেশি-বিদেশি অদৃশ্য ষড়যন্ত্রে সেটি হয়নি।
একটি নির্দিষ্ট বলয়কেন্দ্রিক সরকার গঠিত হয়েছে। যার ফলে গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, আজ তাতে ফাটল ধরেছে, বিভাজনের সৃষ্টি হয়েছে। যা এই মুহূর্তে জাতির জন্য কোনোভাবেই কাম্য ছিল না। এমতাবস্থায় সরকারের থাকা তিন ছাত্র উপদেষ্টার মধ্যে একজন পদত্যাগ করে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন।

Source link

Back to top button