Status

সরকারি মাহতাবউদ্দিন কলেজের শিক্ষক সেলিনার পিএইচডি ডিগ্রী লাভ

ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাবউদ্দিন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোসাঃ সেলিনা আক্তার পিএইচডি ডিগ্রী লাভ করেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ থেকে তিনি এই ডিগ্রী লাভ করেন। তার গবেষনা কর্মের বিষয় ছিল “মুসলিম সমাজে লোকসংস্কৃতির প্রভাব পরিপ্রেক্ষিত বৃহত্তর যশোর জেলা”। গত ২৬ ফেব্রয়ারি ইবিতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে তার পিএইচডি ডিগ্রী অনুমোদিত হয়। মিজ সেলিনা আক্তারের গবেষণার তত্বাবধায়ক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সিনিয়র অধ্যাপক ড.শহীদ মুহাম্মদ রেজওয়ান। ড. সেলিনা আক্তার ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জননী। ঝিনাইদহ পৌরসভাধীন শিকারপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাজেদুল ইসলাম তার স্বামী। ড. সেলিনা ব্যক্তিগত জীবনে ইসলামী মূল্যবোধ ও অনুশাসন পরিচর্যা ও লালন করে থাকেন। তার এই এওয়ার্ডের জন্য তিনি আল্লাহপাকের দরবারে শুকরিয়া আদায় করেন। ড. সেলিনা জানান, তার গবেষণা কর্মে যারা সহযোগিতা করেছেন বিশেষ করে গবেষণা কর্মের তত্বাবধায়ক প্রফেসর ড. এস এম রেজওয়ান ও ধর্মতত্ত¡ অনুষদের ডীনকে তিনি ধন্যবাদ জানান।

Source link

Leave a Reply

Back to top button