সদরপুরে কালো ডিম পাড়া হাঁসের সন্ধান এলাকায় হইচই!

সদরপুর উপজেলার জনৈক গৃহস্থের একটি হাঁস কালো ডিম পেড়ে গোটা উপজেলায় এ নিয়ে মানুষের মধ্যে হইচই পড়ে গেছে। বিষয় টি জানতে বৃহস্পতিবার (৬মার্চ)বিকেলে সরেজমিন পরিদর্শন কালে জানাযায়, হাসের কালো ডিম পাড়ার গল্প।
অনেক কিছু নিয়েই তো গল্প হয় এই গল্পটির নাম হয়েছে সাদা হাসে ” কালো ডিম পাড়ার গল্প।আবার গল্পে সোনার ডিম পাড়া হাঁসের কথা আমরা শুনেছি। তবে বাস্তবে এমনই এক আশ্চর্য ঘটনা ঘটেছে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চন্দ্রপাড়া এলাকায়। এই এলাকার সরদার ডাঙ্গী গ্রামের জনৈক গৃহস্থের একটি দেশি পাতি হাঁস কালো রঙের ডিম দিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।
এই বিষয়ে ইনকিলাবের সাথে কথা হলে, হাঁসটির মালিক সাবেক সেনা সদস্য মো. ইয়াছিন সরদার জানান, বছর খানেক আগে পাশের বাড়ি থেকে ছয়টি হাঁসের বাচ্চা কিনেছিলেন তারা। সবগুলো হাঁস স্বাভাবিক রঙের ডিম দিলেও একটি হাঁস হঠাৎ করে কালো রঙের ডিম পাড়া শুরু করে। প্রথমে এই ডিম দেখে তারা অবাক হয়ে যান এবং এটিকে সাপের ডিম ভেবে না খেয়ে রেখে দেন। তবে একই হাঁস পরপর একাধিক কালো ডিম দেওয়ায় বিষয়টি নিশ্চিত হয়। এই বিষয় ইনকিলাবের কথা হয়, সদরপুর প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে। তিনি ইনকিলাবকে জানান,এই ব্যতিক্রমী ডিম দেখতে প্রতিদিনই আশপাশের গ্রাম থেকে লোকজন ভিড় জমাচ্ছেন ইয়াসিন সরদারের বাড়িতে।
এই বিষয়টি নিয়ে ঐ বাড়ীর হাসের মালিক (আমাদের দপ্তরে) প্রাণিসম্পদ দপ্তরের শরণাপন্ন হলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার বলেন, এটি স্বাভাবিক ঘটনা এবং ডিম খেতে কোনো সমস্যা নেই।
“জেনেটিক কারণে হাঁসের ডিমের রং কালো হতে পারে। তবে এতে ডিমের পুষ্টিগুণে কোনো প্রভাব পড়ে না। এটি বিরল হলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই।