
ফরিদপুরের সদরপুর উপজেলায় জনজীবনে স্বস্তি ফেরাতে এবং তীব্র যানজটজনিত দুর্ভোগ কমাতে সরকারি জমিতে অবৈধ স্থাপনা ও ফুটপাতে ভাসমান হকার উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার ( ৫ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে দ্বিতীয় দিনের মত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা। এর আগে গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) একই ভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারী জমি ও ফুটপাতের কিছু অংশ অবমুক্ত করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উচ্ছেদ অভিযানে ভেকু ও একদল শ্রমিক অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। উচ্ছেদ অভিযানে উপজেলা সদরের বিভিন্ন রাস্তার পাশে ফুটপাত দখলমুক্ত করা হয়। এবং রাস্তার পাশে অবৈধ দোকান ও অবৈধ পার্কিং উচ্ছেদ করা হয়। এছাড়া রাস্তার পাশের বিভিন্ন দোকানের সামনের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়।
নজরুল ইসলাম নামের এক পথচারী জানান, এ অভিযান দুর্ভোগ কমে জনসাধারনের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলে মনে করি। অবৈধ স্থাপনার কারণে চলাচলে অনেক কষ্ট হতো।
ইদ্রিস আলী মোল্লা নামের জনৈক ব্যক্তি বলেন, এধরণে উচ্ছেদ অভিযানকে স্বাগত জানাই তবে প্রশাসনের উচ্ছেদ হওয়া দরিদ্র মানুষদের জন্য বিকল্প ব্যবস্থা করা উচিৎ ছিল।
উচ্ছেদ অভিযান পরিচালনাকাল সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, সদরপুর থানার অফিসার ইনচার্জ মোতালেব হোসেন খোকনসহ প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মী এবং স্থানীয় উৎসুক জনতা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা জানান, জনজীবনে স্বস্তি ফেরাতে অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলমুক্ত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। ফুটপাত দখলমুক্ত করে যানজট নিরসনে ব্যাবস্থা নেওয়া হবে। যতদিন প্রয়োজন এ অভিযান অব্যাহত রাখা হবে।