Facebook Bio Status

সড়কে প্রাণ গেলো স্বেচ্ছাসেবকদল নেতার


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ফিসকারঘাট এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী গোলাম নাসির বিপ্লব (৩৮) এর মৃত‍্যু হয়েছে।

সোমবার সন্ধ‍্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব পাঁচবিবি উপজেলার মধ‍্যমালঞ্চ গ্রামের নূরুল ইসলামের ছেলে এবং পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস‍্য সচিব ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার আনুমানিক সাড়ে ৫ টার দিকে ফিসকারঘাট এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী বিপ্লব। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীদের মাধ‍্যমে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়েলে কর্তব‍্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ময়নুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহন করা হবে।

আল মামুন/এমএইচআর



Source link

Leave a Reply

Back to top button