Status

সচিব পরিচয়ে দুই প্রভাষকের কাছে টাকা দাবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের দুই প্রভাষকের কাছে যুগ্মসচিব পরিচয়ে দুই লক্ষ টাকা দাবি করায় অধ্যক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে এক প্রভাষক।

 

 

 

জানা যায়, ২৭ ফেব্রুয়ারী বিকেলে ঈশ্বরগঞ্জ আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল একই কলেজের প্রভাষক নীলকণ্ঠ আইচ মজুমদারকে ফোন করে একটি মোবাইল নাম্বার দিয়ে বলেন শিক্ষামন্ত্রণালয়ের জয়েন সেক্রেটারী আপনাকে খোঁজছে তারাতারি আপনি তাকে ফোন দেন।

 

 

ওই সময় একই কলেজের আরেক প্রভাষক মানিক চন্দ্র দেবনাথকেও মন্ত্রণালয় থেকে খোঁজছে বলে উল্লেখ করেন। কিছুক্ষন পর অধ্যক্ষের দেয়া নাম্বারে ফোন করলে তিনি নিজেকে যুগ্মসচিব পরিচয় দিয়ে প্রভাষক মানিক চন্দ্র দেবনাথের কাছে ২লক্ষ টাকা চান। না হলে তার সমস্যা হবে বলে হুমকী দেন। মোবাইলের কোথোপকথনটি রের্কট করে তা কয়েকবার শোনার পর মানিক চন্দ্র দেবনাথের সন্দেহ হয়। পরে বিষয়টি নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন প্রভাষক মানিক চন্দ্র দেবনাথ।  

 

 

মানিক চন্দ্র দেবনাথ জানান, বিভিন্ন সময়ে কলেজের শিক্ষকদের সাথে অশোভন আচরণ, শারীরিক ভাবে  শিক্ষকদের লাঞ্ছিত করাসহ কলেজে ব্যাপক অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ায় অধক্ষ্যের বিরুদ্ধে কলেজের সকল প্রভাষক মিলে গত ২৫ ফেব্রুয়ারী উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি অভিযোগ দায়ের করা হয়। সন্দেহ হচ্ছে এর বদলা নিতেই তিনি ওই যুগ্মসচিবেরর নাটকটি মঞ্চস্থ করেছেন। আমি এর তীব্র প্রতিবাদ করছি ও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

 

 

বিষয়টি নিয়ে অধ্যক্ষ মোস্তফা কামাল বলেন, আমাকে শিক্ষামন্ত্রণালয়ের আঞ্চলিক অফিস থেকে ফোন করে ওই নাম্বারটি দেওয়া হয়। এবং নাম্বারটি শিক্ষামন্ত্রণালয়ের যুগ্মসচিবের বলে জানানো হয়।

 

 

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Source link

Leave a Reply

Back to top button