Status

সউদী আরবের খোবার ওলামা পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত

বুধবার রাতে সউদী আরবের খোবার কর্নেশে আকরাবিয়া ওলামা পরিষদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। মুফতী সাইফুল ইসলামের সভাপতিত্বে ও ওলামা পরিষদের প্রতিষ্ঠাতা সৈয়দ মাওলানা হাবিব উল্লাহ বেলালী সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সউদী আরবের ইমাম মুয়াজ্জিন গ্রুপের প্রধান উপদেষ্টা এইচ এম শহীদ উল্লাহ।বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সউদী সরকার কর্তৃক শিল্প ও বানিজ্য মন্ত্রনালয়ের ইনভেস্টর আবু নোমান সরকার।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুফতী ইসহাক, মাওলানা মাহমুদুল হাসান, হাফেজ নাছির উদ্দীন, মোহাম্মদ জাকির হোসেন, হাফেজ মাওলানা রাকিবুল ইসলাম ফাহিম,হাফেজ ফাহাদ, আতাউর রহমান মারুফ, মোহাম্মদ নুরুল্লাহ প্রমুখ।

 

উল্লেখ্য যে, আকরাবিয়া ওলামা পরিষদ নামে ২০২৪ সালের ১৪ মার্চ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে কার্যক্রম শুরু করে বছরব্যাী নানা আয়োজনের মাধ্যমে ওলামা পরিষদের কার্যক্রম চলমান ছিল। আকরাবিয়া ওলামা পরিষদের কার্যক্রমকে এগিয়ে নেওয়া ও আরো বৃহত্তর পরিসরে কাজ করার লক্ষ উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে আকরাবিয়া ওলামা পরিষদের নাম পরিবর্তন করে খোবার ওলামা পরিষদ নামে নামকরণ করা হয় এবং সকল সদস্যদের পরামর্শক্রমে খোবার ওলামা পরিষদের ৫ জন বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হচ্ছেন ফেনীর ফুলগাজী উপজেলার সন্তান আহবায়ক সৈয়দ মাওলানা হাবিব উল্লাহ বেলালী,যুগ্ম আহবায়ক মুফতী সাইফুল ইসলাম,সদস্য সচিব, মাওলানা নজরুল ইসলাম,অর্থ সচিব, মুফতী ইসহাক,প্রচার সচিব, হাফেজ মাওলানা হোসাইন আহমাদ।

 

প্রধান অতিথি এইচ এম শহীদ উল্লাহ ওলামা পরিষদের গুরুত্ব তুলে ধরে বলেন, ওলামায়ে কেরাম শুধু পরিবারের প্রধান নয় সমাজ বা গ্রামেরও প্রধান। সুতরাং সামাজিক কাজেও ওলামায়ে কেরামকে অবদান রাখতে হবে, মানবিক কাজে এগিয়ে আসতে হবে। আগামী তিন মাসের মধ্যে পরিষদের পুর্নাঙ্গ কমিটি গঠনের জন্য উদ্যোগ নিতে হবে।
উপস্থিত সকলের সংক্ষিপ্ত বক্তব্যে পরিষদের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার গুরুত্ব তুলে ধরেন।পরে দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Source link

Back to top button