সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৭ মার্চ ২০২৫


বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ

বাংলাদেশে জুলাই-আগস্টে ছাত্রজনতার আন্দোলনে দমনপীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করার পর দেশটিতে পরিবর্তন হয়। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক বিবিসির হার্ডটক অনুষ্ঠানে এ কথা বলেছেন।

বাংলাদেশের সব সমস্যার সমাধান গণতান্ত্রিক উপায়ে চায় ভারত: জয়সওয়াল

গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশের সব সমস্যার সমাধান চায় ভারত। শুক্রবার (৭ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই কথা জানিয়েছেন।

উৎক্ষেপণের কয়েক মিনিট পর ভেঙে পড়লো ইলন মাস্কের স্টারশিপ

উৎক্ষেপণের ১০ মিনিটের মধ্যেই পৃথিবীর সঙ্গে যোগাযোগ বন্ধ হয় এই স্টারশিপের এবং তার পরেই আগুন লেগে যায়। এই বছরে এটি দ্বিতীয় স্টারশিপ যাতে বিস্ফোরণ ঘটলো।

সিরিয়ায় ফিরেছে ৩ লাখের বেশি শরণার্থী

প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করার পর থেকে ৩ লাখেরও বেশি শরণার্থী সিরিয়ায় ফিরে এসেছে। শুক্রবার (৭ মার্চ) জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।

ইয়েমেন উপকূলে নৌকাডুবি, ১৮০ জনের বেশি নিখোঁজ

জিবুতি ও ইয়েমেনের মধ্যে অভিবাসী বহনকারী চারটি নৌকা ডুবে গেছে। এতে ১৮০ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছে। শুক্রবার (৭ মার্চ) আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে।

৬ দিন ধরে গাজায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল

যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি সেনাবাহিনী সব ধরনের ত্রাণ সরবরাহ কার্যক্রম বন্ধ করে দিয়েছে। গত ছয় দিন ধরে অবরুদ্ধ উপত্যকাটিতে ত্রাণ প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

হামাসকে সমর্থনকারী শিক্ষার্থীদের ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

এবার বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করতে অভিনব এক পন্থা অবলম্বন করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের জানুয়ারিতে এক নির্বাহী আদেশের মাধ্যমে ‘এন্টি-সেমিটিজম’ অর্থাৎ ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। সেই আদেশের আওতায় বিদেশি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট স্ক্যান করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। আর তাতে যাদেরকে হামাস সমর্থক হিসেবে মনে করা হবে, তাদের ভিসা বাতিল করা হবে।

যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশ বিষয়ে আলোচনা হয়েছে: জয়শঙ্কর

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে সম্প্রতি বৈঠক করেছেন দেশটিতে সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ বৈঠকে দ্বিপাক্ষিক নানা বিষয়সহ বাংলাদেশ ও ইউক্রেন পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিরিয়ায় সরকারি বাহিনীর সঙ্গে আসাদপন্থিদের ব্যাপক সংঘর্ষ, নিহত ৭০

সিরিয়ার নতুন সরকারের বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত বাশার আল আসাদ অনুগতদের তুমুল সংঘর্ষ হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে রাশিয়া-নিয়ন্ত্রিত বিমানঘাঁটির কাছে লাতাকিয়া প্রদেশের এ সংঘর্ষে ৭০ জনেরও বেশি নিহত হয়েছেন।

এমএসএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version