সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২ মার্চ ২০২৫


বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

২০২৬ থেকে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ‘নাটকীয় উন্নতি’ হবে: নিক্কেই এশিয়াকে বিডা প্রধান
বাংলাদেশে আগামী বছর থেকেই বিদেশি বিনিয়োগ ব্যাপকভাবে বাড়বে বলে আশা করছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সম্প্রতি জাপান সফরকালে নিক্কেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।

রমজানে গাজায় পণ্য প্রবেশ বন্ধ করে ইসরায়েলের ‘ব্ল্যাকমেইল’

পবিত্র রমজান মাসের শুরুতেই গাজায় সব ধরনের ত্রাণ ও পণ্যের প্রবেশ স্থগিত করছে ইসরায়েল। একইসঙ্গে তারা হুমকি দিয়েছে, হামাস যদি ফিলিস্তিনি ভূখণ্ডে অস্থায়ী যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব গ্রহণ না করে, তবে এর ‘পরিণতি’ ভোগ করতে হবে।

রমজানে আমিরাতে ব্যাপক ছাড়, অর্ধেক দামে ১০ হাজার পণ্য

পবিত্র রমজান মাস উপলক্ষে ১০ হাজার পণ্যে ৫০ শতাংশের বেশি ছাড় ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের ৬৪৪টি প্রধান সুপারমার্কেট। এর মধ্যে একটি কো-অপারেটিভ একাই ৩৫ মিলিয়ন দিরহাম মূল্যের ছাড় দিয়েছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন/ ইউক্রেন সংকটে ইউরোপ কি এবার সাহসী পদক্ষেপ নেবে?
তিন বছর আগে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে রণক্ষেত্রের সম্মুখ সারির দৃশ্য তেমন বদলায়নি। তবে গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স যখন ওভাল অফিসে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে কঠোর ভাষায় আক্রমণ করলেন, তখন কিয়েভের প্রতিরক্ষা দুর্গ এক মুহূর্তেই দুর্বল হয়ে পড়ে।

রমজানের শুরুতে কলকাতায় সস্তা সব ফল

শুরু হয়েছে পবিত্র রমজান মাস। এই মাসজুড়ে ধর্মপ্রাণ মুসলিমরা প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন, আর সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতারের মাধ্যমে সম্পন্ন করেন রোজা পালন। এই পবিত্র মাসে রোজাদারদের ইফতারের অন্যতম উপাদান থাকে বিভিন্ন ধরনের ফল। তাই রোজা শুরু হতেই কলকাতার ফলের আড়তগুলোতে বেড়ে গেছে ব্যস্ততা।

সাবেক গোয়েন্দা কর্মকর্তার দাবি/ জেলেনস্কির সঙ্গে তর্কে জড়ানো ছিল ট্রাম্পের পূর্বপরিকল্পনা

হোয়াইট হাউজে সাংবাদিকদের সামনে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বাগ্‌বিতণ্ডায় জড়ানোর বিষয়টি সুকৌশলে সাজানো অর্থাৎ পূর্বপরিকল্পিত ছিল বলে দাবি করেছেন সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার। তার দাবি, জেলেনস্কির মানহানি করে ক্ষমতাচ্যুত করার কৌশল হিসেবেই জনসম্মুখে ওইভাবে বাগ্‌বিতণ্ডায় জড়ান ট্রাম্প।

ইউক্রেন সমর্থকদের বিক্ষোভ/ সপরিবারে ‘অজ্ঞাত স্থানে’ সরিয়ে নেওয়া হলো মার্কিন ভাইস প্রেসিডেন্টকে

ইউক্রেন সমর্থকদের বিক্ষোভের মুখে ছুটিতে থাকা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার পরিবারকে ‘অজ্ঞাত স্থানে’ সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার (১ মার্চ) পরিবারের সঙ্গে ভারমন্ট অঙ্গরাজ্যে ছুটিতে গেলে একদল ইউক্রেন সমর্থক তাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন।

ইউক্রেনকে পূর্ণ সমর্থন দেবে যুক্তরাজ্য: ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্য ইউক্রেনের পাশে থাকবে ও পূর্ণ সমর্থন দিয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শনিবার (১ মার্চ) লন্ডন সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে আবারও এই আশ্বাস দেন তিনি।

অবৈধ পথে ইসরায়েলে ঢুকতে গিয়ে গুলিতে ভারতীয় যুবক নিহত

অবৈধ পথে ইসরায়েলে প্রবেশের চেষ্টাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম থমাস গ্যাব্রিয়েল পেরেরা, বয়স ৪৭ বছর। তিনি ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমের থুম্বার বাসিন্দা।

বলিভিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩৭

বলিভিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৩৯ জন। স্থানীয় সময় শনিবার (১ মার্চ) সকাল ৭টার দিকে দেশটির উয়ুনি ও কলচানি শহরের মধ্যে সংযোগকারী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

কেএএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version