Status

‘ষড়যন্ত্র মোকাবেলা করে জনআকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে হবে’

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জনআকাঙ্খার নতুন বাংলাদেশ গড়তে হবে। ফ্যাসিবাদ দেশের রাজনীতি, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। কেড়ে নিয়েছিল মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা, নিরাপত্তার অধিকার, ধ্বংস করেছিল আইনের শাসন। নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

তিনি গতকাল মঙ্গলবার জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল আয়োজিত অঞ্চল দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে এই সব কথা বলেন। চট্টগ্রাম মহানগরীর কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভুইয়া, মুহাম্মদ জাফর সাদেক, মাওলানা মোস্তাফিজুর রহমান, প্রিন্সিপাল মুহাম্মদ আমিরুজ্জামান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, মহানগরী আমীর শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার, কক্সবাজার জেলা আমির প্রিন্সিপাল মাওলানা নূর আহমদ আনোয়ারী, খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আবদুল মোমেন, বান্দরবান জেলা আমির মাওলানা এস এম আবদুস সালাম আজাদ, রাঙামাটি জেলা আমির অধ্যাপক মোহাম্মদ আব্দুল আলিম, চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি প্রিন্সিপাল মুহাম্মদ নুরুল আমিন, দক্ষিণ জেলা সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা বদরুল হক, কক্সবাজার জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, রাঙামাটি জেলা সেক্রেটারি মো. মনছুরুল হক, খাগড়াছড়ি জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, বান্দরবান জেলা সেক্রেটারি এডভোকেট আবুল কালাম প্রমুখ।

মাওলানা মুহাম্মদ শাহজাহান আরো বলেন, পতিত স্বৈরাচারী সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। দেশকে ঠিক করতে হলে সংস্কার করা প্রয়োজন। তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বিজয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আর বিভেদ নয় সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দীর্ঘদিনের হারানো অধিকার ফিরিয়ে আনতে হবে।

Source link

Leave a Reply

Back to top button