ষড়যন্ত্রে লাভ হবে না, বিএনপিই ক্ষমতায় আসবে: কৃষকদল সভাপতি


জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, আগামীতে বিএনপিই ক্ষমতায় আসবে, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।

জিয়া সাইবার ফোর্সের দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তুহিন বলেন, আন্তর্জাতিকভাবে বিএনপি নিয়ে নানা ষড়যন্ত্র চলছে, যাতে করে ক্ষমতায় আসতে না পারে। এখনো সেটা শেষ হয়নি। জিয়া পরিবার ঘরে ঘরে আছে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসবেন রাজপথে বিএনপি ছিল, থাকবে- কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না।

ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। তারেক জিয়া আমাদের সব সময় একটি নির্দেশ দিয়ে শীর্ষ স্থানীয় নেতারা কি বলে সে দিক লক্ষ্য রাখতে বলেছে।

সভাপতির বক্তব্যে জিয়া সাইবার ফোর্সের প্রধান সমন্বয়ক ফ্লাইট লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত হারুন অর রশিদ ভুইয়া বলেন, বিএনপি বিরুদ্ধে যখন ফ্যাসিবাদ যখন কাজ করছে তখন থেকেই জিয়া সাইবার ফোর্স কাজ করছে। গত ১০ বছর ধরে এ ফোর্স কাজ করছে। জীবনটাকে বাজি রেখে কাজ করে গেছে। হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজ করে গেছে জিয়া সাইবার ফোর্স। ভারতীয় একটি গোয়েন্দা সংস্থা জিয়া সাইবার ফোর্সের বিরুদ্ধে কাজ করেছে। যারা বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কাজ করেছে আজ তাদের দেখা যাচ্ছে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল ইসলাম, আমিরুজ্জামান খান শিমুল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ জিয়া সাইবার ফোর্সের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এনএইচ/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version