
শ্রীমঙ্গলে উপজেলা জামায়াতের সাবেক আমীর ও শাহীবাগ জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল আউয়াল তরফদার (৬২) জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (৮ মার্চ) জোহরের নামাজ শেষে শ্রীমঙ্গল জামে মসজিদে অনুষ্ঠিত জানাযায় মানুষের ঢল নামে। জানাযার নামাজে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীমঙ্গল উপজেলার নায়বে আমীর মো. আব্দুস সোবহান।
তিনি শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
আব্দুল আউয়াল তরফদার ২০১৮ সাল থেকে দীর্ঘদিন শ্রীমঙ্গল উপজেলা জামায়াত ইসলামীর নায়বে আমীর ছিলেন। তিনি শ্রীমঙ্গল শাহ মোস্তফা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন। এবং শাহীবাগ জামে মসজিদ কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন।
তিনি শ্রীমঙ্গল উপজেলার শাহীবাগ এলাকার বাসিন্দা। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয় স্বজন ও সহকর্মী রেখে যান।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জামাযাতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা অ্যাডভোকেট আব্দুর রব, মৌলভীবাজার জেলা জামাযাতের সাধারন সম্পাদক প্রিন্সিপাল মো. ইয়ামির আলী, মৌলভীবাজার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আলাউদ্দিন শাহ্, শ্রীমঙ্গল উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম কামরুল, মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতের সভাপতি মো. ফখরুল ইসলাম, সাধারন সম্পাদক আশিকুর রহমান চৌধুরী, সহ সাধারন সম্পাদক হারুনুর রশিদ, কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাসুক মিয়া’সহ প্রমূখ।