শ্রীমঙ্গলে টাস্কফোর্সের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

<p>পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সরবরাহ চেইন সঠিক রাখতে কাজ শুরু করেছে জেলার বিশেষ টাস্কফোর্স কমিটি। গতকাল শুক্রবার সকাল ১১টায় মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলুর নেতৃত্বে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের সেন্ট্রাল রোড, হবিগঞ্জ রোডসহ বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফলের দোকান এবং অন্যান্য প্রতিষ্ঠানে বাজার মনিটরিং সহ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে কৃষি বিপণন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অভিযানে র‌্যাব, সেনাবাহিনী ও পুলিশ ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।</p>

Source link

Exit mobile version