শ্রম আইন বৈশ্বিক মান অনুযায়ী সংস্কারের নির্দেশ প্রধান উপদেষ্টার


দেশের বিভিন্ন খাতে নিযুক্ত লাখ লাখ শ্রমিকের জীবনযাত্রার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেশের শ্রম আইন বৈশ্বিক মান অনুযায়ী সংস্কারের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আসন্ন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৩তম অধিবেশনকে সামনে রেখে বুধবার (৫ মার্চ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

আগামী ১০ থেকে ২০ মার্চ জেনেভায় এ অধিবেশন অনুষ্ঠিত হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আইএলও অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের ইতিবাচক পদক্ষেপ নিতে হবে এবং কাজ সম্পন্ন করতে হবে। আমরা এখানে অজুহাত দেওয়ার জন্য আসিনি।’

তিনি দেশের শ্রম খাতের শ্রমিকদের জন্য বীমা কাভারেজ ও স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুতফে সিদ্দিকী অনলাইনে বৈঠকে যোগ দেন এবং আইএলও অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলে তার সদস্য হওয়ার কথা রয়েছে।

তিনি বলেন , দেশ এরই মধ্যে শ্রম খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। কিছু অত্যন্ত ইতিবাচক উন্নতি হয়েছে। তবে বিশেষজ্ঞদের ধারণা, আমরা এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাইনি।’

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন, সচিব এএইচএম শফিকুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, এবং আইএলও বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ তুয়োমো পৌতিয়াইনেন উপস্থিত ছিলেন।

জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন।

এমইউ/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version