Facebook Bio Status

শ্বশুরবাড়িতে স্ত্রী ও শ্যালিকাকে হত্যা


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আমীর হোসেনে নামে এক ব্যক্তির বিরুদ্ধে শ্বশুরবাড়িতে স্ত্রী ও শ্যালিকাকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২ মার্চ) গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অবিযুক্ত আমীর উধাও হন।

নিহতরা হলেন, ধজনগর গ্রামের রওশন আলীর মেয়ে জ্যোতি আক্তার (২৪) ও স্মৃতি আক্তার (১৩)। এরমধ্যে জ্যেতি আমীর আলীর স্ত্রী ও স্মৃতি শ্যালিকা। অভিযুক্ত আমীর আলী জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের জাকির হোসেনের ছেলে। দেড় বছর আগে জ্যোতির সঙ্গে তার বিয়ে হয়।

তবে কী কারণে তাদেরকে হত্যা করা হয়েছে এ বিষয়ে পরিবারের লোকজন বা স্থানীয়রা নিশ্চিত করে বলতে পারেননি। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওই এলাকার সাবেক ইউপি সদস্য মো. ইউনুস পাঠান জানান, খবর পেয়ে তারা এসে বিছানায় মরদেহ দেখতে পান। দুই বোনের শরীরে আঘাত না থাকায় শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের লোকজন বলছেন, স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ছিল। রাত একটার পর এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করছেন তারা।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে কীভাবে কী হয়েছে সেটা জানার চেষ্টা করছি। আমীর হোসেন একসপ্তাহ আগে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। ঘটনার পর তিনি উধাও হন। কিন্তু কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তা এখনো জানা যায়নি।

আবুল হাসনাত মো. রাফি/এমএন/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button