Facebook Bio Status

শেরে বাংলায় প্রিমিয়ার লিগের সব ম্যাচ দেখা যাবে টিভিতে


এবারের প্রিমিয়ার ক্রিকেট লিগের খেলা সরাসরি দেখা যাবে টিভিতে। তবে সব ম্যাচ নয়। প্রতি রাউন্ডে প্রধান ভেন্যু শেরে বাংলা স্টেডিয়ামে যে ম্যাচগুলো থাকবে, সেগুলো সরাসরি সম্প্রচার করবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস।

আগামী পরশু সোমবার থেকে শুরু ২০২৫ সালের প্রিমিয়ার লিগ। গত লিগের চ্যাম্পিয়ন আবাহনী আর অগ্রণী ব্যাংকের খেলাটি হবে শেরে বাংলায়। সেই ম্যাচটি ঘরে বসে টিভিতে দেখতে পারবেন ক্রিকেট অনুরাগিরা।

একই দিন বিকেএসপি ৩ নম্বর মাঠে মোহামেডান ও গুলশান এবং বিকেএসপি ৪ নম্বর মাঠে হবে প্রাইম ব্যাংক এবং রুপগঞ্জ টাইগার্সের ম্যাচ। ঐ দুটি ম্যাচ সরাসরি দেখা যাবে না। তবে টি স্পোর্টসের ডিজিটাল প্লাটফর্মে দেখা যাবে।

পাশাপাশি নতুন নিয়ম এসেছে এবার। আম্পায়ার্স কলের রিভিউ নেওয়া যাবে। তবে সেটা ডিআরএস নয়। রিপ্লে দেখে একটা সিদ্ধান্ত পুনঃবিবেচনার নিয়ম রাখা হয়েছে।

ঢাকার ক্লাব ক্রিকেটের আয়োজক ও ব্যবস্থাপক সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দীন আজ শনিবার মিডিয়াকে জানান, ‘যেহেতু টিভি প্রডাকশন হবে, এই কারণে আমরা আম্পায়ার্স কল রিভিউস রেখেছি। প্রথম দিন থেকেই বিষয়টি থাকবে। সেটা নিয়ে আমাদের লম্বা সময় আলোচনা হয়েছে। আমি প্রত্যেকটা দলের অধিনায়ককে ধন্যবাদ জানাচ্ছি, সবাই এখানে উপস্থিত হয়েছেন। আশা করি এবারের লিগটি অন্যবারের চেয়ে আকর্ষণীয় হবে।’

এআরবি/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button