Status

শেরপুরে আইন শৃঙ্খলা কমিটিসহ ৫ কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ হল রুমে ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আইন-শৃঙ্খলা কমিটিসহ ৫টি কমিটির সভা স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

সভায় পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রস্তুতি, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, নারী ও শিশু পাচার রোধ বিষয়ে বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রাজীব সাহা, ওসি তদন্ত আজম, উপজেলা জামায়াতের আমির মাওলানা নূরুল ইসলাম, নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, সিনিয়র সাংবাদিক এস. কে. সাত্তার, বিজিবি নকশী কোম্পানি কমান্ডার জামাল উদ্দিন, ছাত্র সমন্বয়ক শাহীন আলম প্রমুখ।

 

রমজানের পবিত্রতা রক্ষায় বাজার স্থিতিশীল রাখা, ভেজাল খাদ্য সরবরাহ বন্ধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা ও বাজার মনিটরিং করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উপজেলা আইন-শৃঙ্খলা সভায় মাদক, চোরাচালান, অবৈধ বালু ও ধর্ষণ বন্ধে এবং জমির জটিলতা ও সরকারি ভূমি উদ্ধারে ব্যাপক আলোচনা করা হয়।

Source link

Back to top button