শিশুর মৃত্যুতে ডাক্তারের অবহেলা তদন্তের নির্দেশ হাইকোর্টে

সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় বছরের শিশু মিশকাতের মৃত্যুর ঘটনায় চিকিৎসকের অবহেলা ছিল কি না তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য বিভাগের সচিব অথবা অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি গঠন করতে বলা হয়েছে। পরবর্তী দুই মাসের মধ্যে ওই কমিটিকে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আবেদনের শুনানি শেষে গতকাল সোমবার এ আদেশ দিয়েছেন বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। হাইকোর্ট তার আদেশে শিশু মিশকাতের পরিবারকে কেন পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ দেয়া হবে না-এই মর্মে রুলও জারি করা হয়েছে। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ নোয়াব আলী। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট মো: ইউনুস।
অ্যাডভোকেট মো: ইউনূস বলেন, গত ২২ জানুয়ারি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরের পানিতে পড়ে দেড় বছরের শিশু মিশকাত আহত হয়। এরপর মুমূর্ষু অবস্থায় মিশকাতকে চিকিৎসার জন্য সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তার স্বজনরা। কিন্তু ওই সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কোনো ডাক্তারই ছিলেন না। নার্সরাও ওই শিশুকে গ্রহণ করতে রাজি হচ্ছিলেন না। রোগীর স্বজনেরা অনেক অনুনয় বিনয় করলে নার্স একজন চিকিৎসকের মোবাইল নম্বর দেন। মিশকাতের স্বজনরা ওই চিকিৎসককে ফোন করলে তখন ওই চিকিৎসক বলেন যে, আজ ওনার ডিউটি নেই। তখন তিনি বলেন আজ ডা: তানভীরের ডিউটি এবং তিনি ডাক্তার তানভীরের মোবাইল নম্বর দিয়ে ওনার সঙ্গে যোগাযোগ করতে বলেন।
তখন রোগীর স্বজনরা ডা: তানভীরকে কল দিলে তিনিও বলেন, আজ তার ডিউটি নেই। এসব করতে করতেই প্রায় দেড় ঘণ্টা সময় চলে যায়। একপর্যায়ে শিশু মিশকাত চিকিৎসার অভাবে ছটফট করতে করতেই হাসপাতালেই ইন্তেকাল করে। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। গত ৯ ফেব্রুয়ারি অ্যাডভোকেট নোয়াব আলী বিষয়টি তদন্ত করার জন্য এবং এক্ষেত্রে হাসপাতালের দায়িত্বরত ডাক্তারদের কোনো অবহেলা এবং পেশাগত অসদাচরণ আছে কি না তা যাচাই করার অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ পাঠান। এরই ধারাবাহিকতায় রিট করা হয।
রিটে স্বাস্থ্য সচিব, বিএমডিসির চেয়ারম্যান, রেজিস্ট্রার, চট্টগ্রামের সিভিল সার্জন, সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও ডাক্তার তানভীর নেওয়াজ চোধুরীকে (যিনি ওইদিন দায়িত্বে ছিলেন) বিবাদী করা হয়। গতকাল রিটের শুনানি শেষে তদন্ত কমিটি গঠনের নির্দেশসহ রুল জারি করেন হাইকোর্ট।