শিরোপার পথে লিভারপুলের আরেক ধাপ

আগের ম্যাচে ড্র করেছে প্রধান প্রতিদ্বন্দ্বি আর্সেনাল। সুযোগটা কাজে লাগাতে ভুল করেনি লিভারপুল। নিউক্যাসলেকে হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধারের পথে আরেক ধাপ এগিয়ে গেল ‘অল রেড’ খ্যাত দলটি।

প্রিমিয়ার লিগে বুধবার রাতে ২-০ গোলে জিতেছে আর্না স্লটের। দুই ম্যাচের নিষেধাজ্ঞার জন্য ডাগআউটে ছিলেন না লিভারপুল কোচ। গ্যালারিতে বসে দেখেছেন দলের আরেকটি জয়।

অ্যানফিল্ডে দোমিনিক সোবোসলাই দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন আলেক্সিস মাক আলিস্তের।

এই জয়ে শিরোপার দৌড়ে ১৩ পয়েন্টে এগিয়ে গেল লিভারপুল।

একই রাতে ম্যাচের ১২তম মিনিটে করা আর্লিং হলান্ডের একমাত্র গোলে টটেনহ্যাম হটস্পারকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। টানা দুই হারের পর স্পার্সদের বিপক্ষে জিতল গতবারের চ্যাম্পিয়নরা।

একই দিন দশজনের দল নিয়েও ইপসউইচ টাউনের বিপক্ষে ৩-২ গোলের জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড।

লিগ মৌসুমে ২৭ ম্যাচে এটি তাদের কেবল নবম জয়। সঙ্গে ৬ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে তারা তালিকার ১৪ নম্বরে।

২৮ ম্যাচে ২০ জয় ও সাত ড্রয়ে ৬৭ পয়েন্ট নিয়ে চূড়ায় লিভারপুল। তিনে থাকা নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে এদিন গোলশূন্য ড্র করা আর্সেনাল ২৭ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।

৪৭ পয়েন্ট নিয়ে চারে পেপ গুয়ার্দিওলার সিটি। নিতে থাকা দলটির চেয়ে তারা এক পয়েন্টে পিছিয়ে।

৪৬ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছে চেলসি, ৪৪ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে নিউক্যাসল।

Source link

Exit mobile version