Facebook Bio Status

শাহরুখের স্ত্রী চিন্তিত হলে বাড়ির যে বিশেষ স্থানে বসে থাকেন


বলিউড বাদশা শাহরুখ খান সপরিবারে প্রিয় ‘মান্নাত’ছাড়ছেন। আগামী কয়েকদিন তার বাড়িতে বিভিন্ন কাজ হবে। বদলে যাবে বাড়ির ভেতরের সাজ-সজ্জা। তাই সেই বাড়ি ছেড়ে আপাতত পালি হিলের আবাসনে গিয়ে উঠছেন শাহরুখ ও তার পরিবার।

শাহরুখ অনুরাগীদের আশা, আরও সুন্দর হয়ে উঠবে কিং খানের বাড়ি। এর মধ্যেই জানা গেল, ‘মান্নাত’র কোন অংশ শাহরুখ-পত্নী গৌরীর সবচেয়ে পছন্দের।

মুম্বাই গেলেই শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’র সামনে ভিড় করেন অনুরাগীরা। সেই বাড়ির সামনে ছবিও তোলেন তারা। এক সাক্ষাৎকারে গৌরী নিজেই জানিয়েছিলেন, বাড়ির কোন অংশ তার মনের সবচেয়ে কাছের। শাহরুখ-জায়া জানিয়েছিলেন, সময় পেলেই তিনি সুইমিং পুলের ধারে গিয়ে বসেন। সেই অংশই তার সবচেয়ে পছন্দের। গৌরী বলেছিলেন, ‘যখনই কোনো বিষয় নিয়ে চিন্তায় থাকি, বাড়ির এই অংশে গিয়ে আমি বসি।’ এখানে বসলেই নাকি তার দুশ্চিন্তা অনেকটাই কমে যায়।

সেই এলাকাতেও আগামী দিনে পরিবর্তন আসবে কি না তা এখনো জানা যায়নি। আগামী মে মাস থেকে শুরু হবে ‘মান্নাত’র কাজ। টানা দুবছর ধরে বাড়ির কাজ চলবে। ‘মান্নাত’-এ নাকি আরও দুটি তল যোগ করা হবে। এর জন্য প্রশাসনের পক্ষ থেকে গৌরী খান অনুমতিও নিয়েছেন ২০২৪ সালে। পালি হিলে নতুন বাড়ির জন্য বছরে ২.৯০ কোটি রুপি ভাড়া দিতে হবে।

বর্তমানে শাহরুখ তার নতুন সিনেমা ‘কিং’ নিয়ে ব্যাপক ব্যস্ত। এ সিনেমায় দেখা যাবে শাহরুখের মেয়ে সুহানাকেও। এর আগে ওটিটি সিনেমা ‘আর্চিজ’-এ সুহানা অভিনয় করেছেন। তবে বড়পর্দায় এ প্রথম তাকে দেখা যাবে।

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button