
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, সমঝোতা করতে ট্রাম্প ও জেলেনস্কির জন্য অবশ্যই ‘দরজা খোলা’ রয়েছে তবে একটি শর্ত সাপেক্ষে। তিনি বলেন যতক্ষণ পর্যন্ত জেলেনস্কি শান্তি আলোচনা করতে ইচ্ছুক ততক্ষণ পর্যন্ত তারাও আলোচনার জন্য প্রস্তুত আছেন।
ভ্যান্স জানান, সমস্যা হলো জেলেনস্কি নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া শান্তির কথা বলতে ইচ্ছুক ছিলেন না। হোয়াইট হাউজ বলেছে, শান্তি চুক্তির পরে এসব আলোচনা হওয়া উচিত।
জেডি ভ্যান্স বলেন, যখন তারা শান্তির কথা বলতে ইচ্ছুক, আমার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্পই হবেন প্রথম ব্যক্তি যিনি ফোনটি তুলবেন।
ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত করার বিষয়ে ঘোষণা দেওয়ার আগে জেডি ভ্যান্স ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন।
সাম্প্রতিক সময়ে ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বেশ উত্তেজনা বিরাজ করছে। ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক থেকেই এর সূত্রপাত। সেখানে প্রথমে সব ঠিক থাকলেও এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ভ্যান্স।
হঠাৎ করেই ভ্যান্স জেলেনস্কির ওপর তীব্র ভাষায় আক্রমণ করেন, যা জেলেনস্কিকে পুরোপুরি অপ্রস্তুত করে ফেলে। তবে ভ্যান্স বলেছেন, প্রথমে পরিস্থিতি কিছুটা শান্ত করার চেষ্টা করেছেন।
তিনি বলে, জেলেনস্কির সম্মানের অভাব ছিল… তিনি অধিকার ফলাতে গিয়েছিলেন। তিনি শান্তি প্রক্রিয়ায় জড়িত হতে স্পষ্টভাবেই অনিচ্ছা প্রকাশ করেছেন। তবে অবশেষে সেখানে তিনি পৌঁছাবেন বলে মন্তব্য করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
টিটিএন