Status

শরীয়তপুরে গণধোলাইয়ে ২ ডাকাত নিহত, গুলিবিদ্ধ ৩

শরীয়তপুর সদর উপজেলার দাতপুর গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় রাজগঞ্জ এলাকায় কীর্তিনাশা নদীতে দুই ডাকাতকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। গ্রামবাসীর পিটুনীতে গুরুতর আহত হয়েছে অপর ৫ ডাকাত। তাদেরকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য আহত ৫ ডাকাতকে ঢাকায় পাঠানো হয়েছে। ডাকাত দলের সরদার আনোয়ারের নেতৃতে তারা এই ডাকাতির প্রস্তুতি গ্রহণ করে।

নিহত ডাকাতরা হলো মুন্সীগঞ্জ জেলার কালিরচর গ্রামের বাচ্চুর ছেলে রিপন (৪০), জাজিরা উপজেলার কুন্ডের চর গ্রামের দেওয়ানের ছেলে আনোয়ার (৫০), মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবপুর গ্রামের হারুন তালুকদারের ছেলে সজিব তালুকদার (৩০) অন্য ডাকাতের নাম জানা যায়নি। এছাড়া ডাকাতের ছোড়া গুলিতে ৩ গ্রামবাসী আহত হয়েছে। তাদেরকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে। অপর গুরুতর আহত ১ জনকে চিৎিসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহত ২ ডাকাতের লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, গেল রাত ১০টায় কীর্তিনাশা নদীতে স্পীডবোট ও ট্রলার যোগে ২০ থেকে ২৫ জনের ডাকাতদল দাদপুর এলাকায় ডাকাতির প্রস্ততি গ্রহণ করে। এসময় নদীতে থাকা বালুভর্তি বাল্কহেডের লোকজন ডাকাতদের ধাওয়া করে। এসময় ডাকাতদের গুলিতে ৩ জন আহত হয়। পরে মাইকে ঘোষণা দিলে গ্রামবাসী নদীতে ডাকাতদেরকে ধাওয়া করে। একই উপজেলার রাজগঞ্জ এলাকায় কয়েক ডাকাতকে আটক করে গ্রামবাসী বেদম পিটুনী দেয়। এতে ঘটনাস্থলে দুই ডাকাত নিহত হয়েছে। অপর গুরুতর আহত ৫ ডাকাতকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে আহত অবস্থায় ৫ ডাকাতকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক।

Source link

Back to top button