
শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিং ও তানজিদ তামিমের ফিফটিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১০ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
মঙ্গলবার বিকেএসপির ৩ নম্বর মাঠে আগে ব্যাটিংয়ে নামা গাজী গ্রুপ অলআউট হয় ৩৮.৫ ওভারে মাত্র ৯৩ রানে। রূপগঞ্জের পেসার শরিফুল ১৪ রানে ৪ উইকেট শিকার করেন।
মাত্র ৬ রানে ৪ উইকেট হারানো গাজী গ্রপের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন ৯ নম্বরে ব্যাটিংয়ে নামা আব্দুল গাফফার সাকলাইন। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন ৭ নম্বরে নামা তোফায়েল আহমেদ।
এছাড়া ওয়াসি সিদ্দিক ১৮ আর বাকিদের কেউ দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি। ফলে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় এনামুল হক বিজয়ের গাজী গ্রুপ ক্রিকেটার্স।
৯৪ রানের লক্ষ্য তাড়ায় কোনো উইকেট হারাতে হয়নি রূপগঞ্জকে। দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম দল জিতিয়ে মাঠ ছাড়েন। সাইফ ২৭ আর তানজিদ ৬৫ রানে অপরাজিত থাকেন।
এমএইচ/এএসএম
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।