শব্দনীলের একগুচ্ছ কবিতা


১.
হ্যালো, রাশিয়ান চন্দ্রাবতী
জেনে রাখবেন
আপনার এলোমেলো কেশ
নিটোল নাক
এবং চনমনে চিবুকের কাছে
হেরে যাচ্ছে এই শতাব্দীর অন্যতম সৌন্দর্য
আপনার চোখ যেভাবে বিচ্ছুরণ ঘটাচ্ছে বিস্ময়
অতি আবেগের কোলাহল তাতে থমকে যাচ্ছে
আমার কথা ছাড়ুক, দাঁড়িয়ে আছি বৃষ্টিতে ভেজা,
রোদজ্বালা একগুচ্ছ গোলাপ হাতে
করছে না ব্যথায় টনটন পা…
শুধুমাত্র আপনার জন্য করতে পারে-
আরও কয়েক যুগ অপেক্ষা!

২.
পাগলী, মারিজুয়ানা চেনো?
না চেনারই কথা, সস্তায় বঙ্গদের জব্বর এক নেশা
খাইলেই হয়ে যায় মানুষ মহারাজা।

আমি যতবার খেয়েছি, এই রাতের মতন অতটা ঘোরে পড়িনি কখনো
তোমাকে দেখার সঙ্গে সঙ্গে ‘থ’ বনে গেলাম!

মাদকাপূর্ণ পলক স্থির হয়ে আছে আমার দিকে
যেন গত শতাব্দীর কোনো এক প্রেমিকার সন্ধ্যা
যে তাকিয়ে আছে রহস্য এনে ঠোঁটে
যেন কালো টিপ বার্তা দিচ্ছে, অপেক্ষা শেষ!

বিস্ময়কর এক কলো জাদু
আহ! কী জাদুটাই না করলে এই রাতে।

৩.
হেই, ওয়েস্টার্ন
জানো পাহাড়ি সন্ধ্যায় জেগে ওঠে কী করে জোনাকি?
জানো সাঁওতালি নৃত্য কোমড় দুলায় কী করে?

আমি জানি না, তুমি যেই হেসো তখন
লিপস্টিকের গাঢ়তা ঢলে পড়ে গোধূলি হয়ে
তোমাকে একদিন বিখ্যাত কবিদের
আর্তনাদ শুনাবো, কী করে ব্যথা প্রকাশ করেছে মনের মানুষের জন্য
তোমাকে একদিন শিল্পীদের রংতুলির খেলা দেখাবো
তাদেরও ভাব জেগেছে ক্যানভাসে।

তোমাকে তাদের চাওয়া বোঝাবো
কিন্তু কখনো বলবো না, তারা আমার হয়ে বলছে তোমাকে-

হেই,
পাহাড়ি সন্ধ্যায় জেগে উঠে কোমড় দোলায় সাঁওতালি নৃত্যে
তোমাকে ছুঁয়ে থাকার আজন্ম ইচ্ছা ব্যর্থ হচ্ছে।

৪.
এইটা সেই রাত যেখানে,
একটি মেয়ে বলছে, আমি আপনার জন্য তিনটি রাতের গভীর চিন্তা শেষে বুঝতে পারলাম, আপনার আমি কেউ না।
এটা সেই রাত যেখানে,
বৃষ্টি ভিজে এখনো রিকশাওয়ালা প্যাডেল চাপছে তার গল্প নিয়ে। বলার জন্য নয়, গিলে ফেলার অপেক্ষায়।

এটা সেই রাত যেখানে,
থাপ্পড় খেয়ে ছেলেটি মেয়ের সামনে মাটির দিকে তাকিয়ে আছে। মেয়েটি তাকে কটু কথা বলছে, তার হাতে সময় কম। সে যাবে অপেক্ষায় থাকা হঠাৎ প্রেমিকের বিছানায়।

এটি সেই রাত যেখানে,
স্ত্রীর রাগ ভাঙাতে দ্রুত ছুটে যাওয়া হোন্ডা ট্রাকের সঙ্গে বাড়ি খেয়ে পঙ্গু হসপিটালের বেডে পড়ে কাতরাচ্ছে।

এটি সেই রাত যেখানে,
তোমাকে দেখে কেউ লিখছে, কবিতা। কেউবা গান, কেউবা করছে রংতুলি যুদ্ধ!

এটি সেই রাত যেখানে,
সদ্য শেষ হওয়া আমাদের বিপ্লবী সাহসী যোদ্ধার হারিয়ে যাওয়া পা-এর জন্য কান্না। কারণ, প্রিয়তমা বলেছে- হাত ছাড়া পরিবার মানবে না।

এটি সেই রাত যেখানে,
শিমুল ফুল ছড়াচ্ছে আগুন, তার উত্তাপে বলছে কথা- ওহ বিউটিফুল লেডি, আই মিস ইউ!

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version