
নড়াইলের লোহাগড়া উপজেলার ছত্রহাজারী গ্রামে গরু দিয়ে গম খাওয়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের লোহাগড়া, নড়াইল, খুলনা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নোওয়াগ্রাম ইউনিয়নের ছত্রহাজারী গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে শাহিদ মিনার সাথে শরিফুল কাজীর দীর্ঘদিন গ্রাম্য দলাদলি চলে আসছিল। বৃহস্পতিবার (৬ মার্চ) শরিফুল কাজীর লোকজন গরু দিয়ে শাহিদ মিনার ক্ষেতে গম ও খেসারী খাওয়াচ্ছিল। এ খবর পেয়ে শাহিদ মিনার লোকজন ক্ষেতে গিয়ে গম খাওয়াতে বাঁধা দেয়।
এ নিয়ে উভয়পক্ষ তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতরা হলেন- রুবেল মিনার, হোসেন শেখ, সাইফুল শেখ, আশকার মিনার, মনিরুল শেখ, শাহাবুল শেখ, পান্নু শেখ, যগু শেখ, শাহিদ মিনার, মিজানুর মিনার ও সাগর কাজীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের লোহাগড়া হাসপাতালে, নড়াইল, খুলনা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত সাইফুল শেখের অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, কোন পক্ষে কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।