
বায়ার্ন মিউনিখের বিপক্ষে অজেয় পথচলা ধরে রাখতে পারল না বায়ার লেভারকুসেন। শাবি আলান্সোর দলকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বায়ার্ন।
মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় বাংলাদেশ সময় বুধবার রাতে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে স্বাগতিকরা। হ্যারি কেইন করেন জোড়া গোল। তার দুই গোলের মাঝে অন্য গোলটি করেন জামাল মুসিয়ালা।
ম্যাচের ৬২তম মিনিটে নার্দি মুকিলে লাল কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় লেভারকুসেন। কিংসলে কোমানকে পেছন থেকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার নর্দি মুকিয়েলে।
বায়ার্ন তখন ২-০ গোলে এগিয়ে। ৭৫তম মিনিটে স্পটকিক থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন কেইন।
বায়ার্নের আক্রমণের তোপে পুরো ম্যাচেই কোণঠাসা হয়ে ছিল লেভারকুজেন। ৬৫ শতাংশ সময় বল দখলে আধিপত্য করা বায়ার্ন গোলের জন্য মোট ১৭টি শট নেয়, যার ৬টি ছিল লক্ষ্যে। বিপরীতে তিন শটের কেবল একটি লক্ষ্যে রাখতে পারে লেভারকুজেন। দ্বিতীয়ার্ধে কোনো শটই নিতে পারেনি সফরকারী দলটি।
চলতি মৌসুমে লেভারকুজেনের সঙ্গে চতুর্থ দেখায় জয়ের স্বাদ পেল বায়ার্ন মিউনিখ। প্রায় আড়াই বছরের মধ্যেই মুখোমুখি লড়াইয়ে তাদের এটা প্রথম জয়; সব প্রতিযোগিতা মিলিয়ে আগের ছয় মুখোমুখি লড়াইয়ে তিনটিতে জিতেছিল লেভারকুজেন, বাকি তিনটি ড্র।
ম্যাচের নবম মিনিটে মিডফিল্ডার মাইকেল ওলিসের ক্রসে হেডে দলকে এগিয়ে নেন ইংলিশ ফরোয়ার্ড কেইন। গোলরক্ষকের মারাত্মক ভুলে ৫৪তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে লেভারকুজেন। জসুয়া কিমিখের ক্রস আয়ত্ত্বেই ছিল মাতেই কোভারের, কিন্তু লাফিয়ে বলে হাত ছোঁয়ালেও ধরতে পারেননি তিনি। তার পেছনেই থাকা মুসিয়ালা আলগা বল হালকা টোকায় জালে পাঠান।
পরে আসরে নিজের নবম গোল করে ব্যবধান বাড়ান কেইন।
আগামী মঙ্গলবার লেভারকুজেনের মাঠে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল।