Status

লিগ্যাল এইড পেলেন ১১ লাখ ৬৯ হাজার বিচারপ্রার্থী

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচে ১১ লাখ ৬৮ হাজার ৯৪৭ জন অসচ্ছল বিচারপ্রার্থীকে আইনি সহায়তা দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ‘লিগ্যালএইড’ বিভাগ।
‘জাতীয় আইনগত সহায়তা সংস্থা’র ওয়েবসাইটে এ তথ্য তুলে ধরা হয়। ২০০৯ সাল থেকে ২০২৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, সংস্থার অধীনে সরকারি খরচে এই সময়ের মধ্যে ১১ লাখ ৬৮ হাজার ৯৪৭ জনকে আইনি সহায়তা দেয়া হয়েছে। এর মধ্যে ৪ লাখ ৬৪ হাজার ৯৩৪টি আইনি পরামর্শ সেবা দেয়া হয়েছে। সেবা গ্রহণকারীদের মধ্যে সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৮ হাজার ৬১১ জন, দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৯ লাখ ২৭ হাজার ৫২৫ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ২৯ হাজার ৭৫ জন এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্ধারিত হটলাইন কলসেন্টার ১৬৪৩০ নম্বরে ( টোল ফ্রি) ১ লাখ ৮৩ হাজার ৭৩৬ জন বিনামূল্যে আইনি সহায়তা পেয়েছেন। জাতীয় হেল্পলাইন সৃষ্টির আগে হটলাইনের মাধ্যমে ১৭ হাজার ৩২৮ জনকে সরকারি খরচায় আইনি সেবা দেয়া হয়েছে। দেশে আর্থিকভাবে অস্বচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‹আইনগত সহায়তা প্রদান আইনের› অধীনে সরকারি খরচায় এ সেবা দেয়া হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।

Source link

Leave a Reply

Back to top button