Facebook Bio Status

লালমনিরহাটে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে বৈঠক


লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত পানবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮০৯ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের ভেতরে এ বৈঠক হয়। বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এরমধ্যে রয়েছে সীমান্তে ফায়ারিং ও নিরীহ জনগণকে হত্যা না করা, যে কোনো ছোটখাটো বিষয়ে সৌজন্য সাক্ষাৎ, যৌথ টহল এবং পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান করা।

অপরদিকে বিএসএফের প্রস্তাব ছিল- সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধ করা, দুষ্কৃতিকারী কর্তৃক সীমান্তে কাঁটাতারের বেড়া কর্তন না করা, সীমান্ত শূন্য লাইনে গবাদি পশু না চরানো, যে কোনো সমস্যা সৌজন্য সাক্ষাৎ, যৌথ টহল অথবা পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান করা, ভারতীয় ফসল বাংলাদেশ নাগরিক কর্তৃক না কাটা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- ৫১ বিজিবি রংপুর অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দীন, ৬১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মুসাহিদ মাসুম, ভারতের ০৬ বিএসএফ ব্যাটেলিয়ন কমান্ডেন্ট তরুণ বর্মন, ৪০ বিএসএফ ব্যাটেলিয়ন কমান্ডেন্ট খানেন্দার, ৯৮ বিএসএফ ব্যাটেলিয়ন কমান্ডেন্ট সুনীল চন্দ্র।

সভায় রংপুর সেক্টর কমান্ডারের বিএ-৫৭১৮ কর্নেল সাব্বির আহমেদের সঙ্গে ৮ জন এবং জলপাইগুড়ি সেক্টর কমান্ডার ডিআইজি রাজিব গৌতমের সঙ্গে ২২ জন অংশগ্রহণ করেন।

রবিউল হাসান/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button