
নাটোরের লালপুরে স্থানীয় ইউপি সদস্যকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে দুর্বৃত্তের গুলি লক্ষ্যবস্তু হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পালিদহ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মুজাহার আলী (৪৫) পালিদহ গ্রামের মৃত বাহাউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর সরকার (৫৬) জানান, ‘দুইটি মোটরসাইকেলে ছয়জন লোক এসে মুজাহার মেম্বারের বাড়ির সামনে থামে। এরপর তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তখন মুজাহার বাঁচাও-বাঁচাও বলে চিৎকার করলে আমি দৌড়ে যাই এবং একটি মোটরসাইকেল ধরে ফেলতে চেষ্টা করি।
কিন্তু ধাক্কা খেয়ে পড়ে যাই। পরে সেই মোটরসাইকেল থেকে তিনজন নেমে পালিয়ে যায়।’
স্থানীয়রা জানিয়েছেন, তারা ৫-৬ রাউন্ড গুলির শব্দ শুনেছেন এবং বন্দুক হতে দেখেছেন।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম।
স্থানীয়দের মুখে কয়েক রাউন্ড গুলির কথা শুনেছি, তবে খোঁজাখুঁজি করেও কোনো গুলির খোসা পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’