Status

লক্ষ্মীপুরে রমজানের পবিত্রতা রক্ষায় ইমাম সমিতির মিছিল

 

লক্ষ্মীপুরে মাহে রমজানকে পবিত্রতা রক্ষাসহ ৫ টি দাবিতে বর্ণাঢ্য র‍্যালি করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় ইমাম সমিতি জেলা কমিটির ব্যানারে শহরে চকবাজার জামে মসজিদ থেকে র‍্যালিটি শুরু হয়। 

 

 

শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালিটি উত্তর তেমুহনী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।এসময় জাতীয় ইমাম সমিতির জেলা সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারী মাওলানা জহিরুল ইসলাম বক্তব্য রাখেন।

 

 

ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন বলেন, আমরা পবিত্র মাহে রমজানকে স্বাগত জানাচ্ছি। আমরা রমজানের পবিত্রতা রক্ষ করবো। দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। বিদ্যুৎ-গ্যাস সারবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে হবে। ২০০৬ সালে ইমাম মুয়াজ্জিনদের জন্য গঠিত সরকারি সার্ভিস রুলসের গেজেটের বাস্তবায়ন করতে হবে। 

 

 

তিনি আরও বলেন, দেশে প্রায় ৩ লাখ মসজিদ রয়েছে। এসব মসজিদে প্রায় ৬ লাখ ইমাম-মুয়াজ্জিন কর্মরত রয়েছে। তাদের জন্য ২০০৬ সালে সার্ভিস রুলস গেজেট করা হয়েছে। কিন্তু তা আজও বাস্তবায়ন হয়নি। আমরা দ্রুত সেই গেজেট বাস্তবায়ন চাই।

 

ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাওলানা জহিরুল ইসলাম বলেন, হোটেলের বাহিরে লাল সালু লাগিয়ে দিনের বেলা আহার করা যাবে না। এমন দৃশ্য দেখা গেলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করা হবে।

Source link

Leave a Reply

Back to top button