Status

লক্ষ্মীপুরে তারাবিহ পড়া অবস্থায় স্কুল শিক্ষকের মৃত্যু

লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম এলাকার ভূঁইয়া বাড়ি জামে মসজিদে শনিবার রাত ৯টার দিকে তারাবিহ নামাজ পড়া অবস্থায় শরীফ হোসেন (৪৫) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

 

নিহত শরীফ হোসেন রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাইচা আরজান পাটোয়ারী বাড়ির মৃত সেলিম পাটোয়ারীর ছেলে। তিনি জেলা স্টেডিয়াম এলাকার ইকরা পয়েন্ট ইসলামি একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। স্ত্রী-সন্তানসহ তিনি স্টেডিয়াম এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

 

নিহতের ছেলে আহনাফ শাহরিয়ার বলেন, ‘আব্বু সুস্থ ছিলেন। প্রতিদিনের মতো তিনি মসজিদে নামাজ পড়তে যান। সেখানে তারাবিহ নামাজ পড়া অবস্থায় তাঁর মৃত্যু হয়।’

Source link

Back to top button