Facebook Bio Status

র‌্যাব পরিচয়ে প্রবাসীকে ক্রসফায়ারের হুমকি, চাঁদা নিতে এসে আটক ২


কুমিল্লায় র‍্যাব পরিচয়ে প্রবাসীর থেকে চাঁদা নিতে আসা দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) বিকেলে নগরীর পিপলস হসপিটাল থেকে তাদের আটক করা হয়।

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. সাইফুল ইসলাম রাতে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, নগরীর চর্থা এলাকার জয় আহমেদ রুবেল ওরফে চশমা রুবেল (৩৫) ও একই এলাকার বাসিন্দা নিরব আহমেদ রুবেল (৩৫)। তাদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসহ কুমিল্লার বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী কাতার প্রবাসী মো. ফারুক জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের অলীপুর গ্রামের বাসিন্দা।

ফারুক জানান, গত ৫ মার্চ সকাল ৯টার দিকে তার ছেলে আরাফাত হোসেন শাওনের (১০) শরীরে গরম ডাল পড়ে ঝলসে গেল তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। বিষয়টি জানার পর রাতেই তিনি কাতার থেকে বাংলাদেশে আসেন। ৬ মার্চ উন্নত চিকিৎসার জন্য দুপুর ১২টার দিকে তাকে কুমিল্লা নগরীর টমছমবীজ পিপলস হসপিটালে ভর্তি করা হয়।

দুপুর ২টার দিকে তার স্ত্রী শিমুল আক্তারের কাছে অপরিচিত একটি নাম্বার থেকে ফোন আসে। তিনি আরাফাতের সহপাঠীর অভিভাবক পরিচয়ে আরাফাতকে দেখতে আসার কথা জানান। রাত ৯টায় ওই ব্যক্তি হাসপাতালে আসেন। এ সময় তিনি জানান তার এক ছেলে আরাফাতের সঙ্গে মাদ্রাসায় পড়ে। এরপর রাত ১১টায় ওই ব্যক্তিসহ মোট ৪ জন হঠাৎ তাদের রুমে ঢুকে পড়েন। একপর্যায়ে প্রবাসী ফারুককে পাশের একটি খালি রুমে নিয়ে র‍্যাব পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে ৫ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে ক্রসফায়ারে দেওয়ার হুমকি দেন তারা।

পরিবারের সদস্যা জানান, জীবন বাঁচাতে তাদের প্রস্তাবে রাজি হয়ে তাৎক্ষণিক ২০ হাজার টাকা এবং বাড়িতে ফোন করে আরও ৫০ হাজার টাকা এনে তাদের দেন ফারুক। শনিবার (৮ মার্চ) পুনরায় হাসপাতালে এসে ৪ লাখ ৩০ হাজার টাকা দাবি করেন। এসময় কথাকাটাকাটির একপর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। পর দুজনকে আটক করে ৯৯৯-এ ফোন করলে ইপিজেড ফাঁড়ি থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৫টায় তাদের আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. সাইফুল ইসলাম বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে দুজনকে আটক করা হয়েছে। আটক জয় আহমেদ রুবেল ওরফে চশমা রুবেলের বিরুদ্ধে মাদক-অস্ত্রসহ ৪টি মামলা রয়েছে। এছাড়া নিরব আহমেদ রুবেলের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ৭টি মামলা রয়েছে। চাঁদাবাজির ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

জাহিদ পাটোয়ারী/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button