রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে প্রতিবন্ধী যুবক নিহত


কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ রফিক (৩৩) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. মোতালেব (২২) ও মো. জুনায়েদ (১৮) নামে দুইজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

নিহত মোহাম্মদ রফিক উখিয়ার ক্যাম্প-৮ ইস্ট ২১ বি ব্লকের শামসু আলমের ছেলে।

শনিবার (৮ মার্চ) রাত ৯টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কায়সার রিজভী কোরেশি।

তিনি বলেন, শনিবার আনুমানিক রাত ৯টার দিকে কিছু সশস্ত্র দুর্বৃত্ত ক্যাম্প-৮ ইস্টের ব্লক-বি/২৫ এলাকায় জড়ো হলে রোহিঙ্গাদের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এসময় বুদ্ধি প্রতিবন্ধী রোহিঙ্গা মোহাম্মদ রফিক গুলিবিদ্ধ হন। পরে অন্যান্য রোহিঙ্গারা তাকে উদ্ধার করে আইএমও হাসপাতালে নেওয়ার পথেই মারা যান।

তিনি আরও বলেন, উক্ত সন্ত্রাসী গ্রুপের দুই সহযোগীকে তাৎক্ষণিক উপস্থিত লোকজনদের সহায়তায় আটক করতে সক্ষম হয় এপিবিএন। তারা এখন পুলিশ হেফাজতে রয়েছে। আপাতত ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক বলে মনে হচ্ছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে নিহত মোহাম্মদ রফিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।

জাহাঙ্গীর আলম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version