রোজায় ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রে কম দামে মিলবে মাংস-দুধ-ডিম


রমজান মাসে যারা অন্যায়ভাবে পণ্যের দাম বাড়াবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মেরুল বাড্ডায় সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে রমজানে মাসব্যাপী ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয়ের কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, বাজারের সঙ্গে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও জনসাধারণকে নিয়ে পণ্যের দাম নিয়ন্ত্রণ করা হবে। নতুন বাংলাদেশে এবারের রমজান হবে স্বস্তির রমজান।

ফরিদা আখতার বলেন, পণ্যের দাম শুধু সাশ্রয়ী হলেই চলবে না, এটি নিরাপদও হতে হবে। এক্ষেত্রে স্লটার হাউজগুলোকে নিরাপদ করার জন্য সিটি করপোরেশনকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের পুনর্বাসনের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ খামার করা থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় জিনিসে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সহায়তা করবেন।

জুলাই গণঅভ্যুত্থানে রিকশাওয়ালা, ফলের দোকানদার থেকে শুরু করে সব সাধারণ জনগণ অংশ নেয় বৈষম্যের বিরুদ্ধে। এবার আমাদের এ বিক্রয় কার্যক্রম যে ২৫ টি স্থানে চলবে সেই স্থানগুলোতেই জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি সাধারণ মানুষ অংশ নেবে।

১ থেকে ২৮ রমজান পর্যন্ত ঢাকা শহরে ড্রেসড (চামড়া ছাড়া) ব্রয়লার মুরগি, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস এবং সারাদেশে ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ, গরুর মাংস ও খাসির মাংস সুলভমূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে। এ কার্যক্রমে দুগ্ধ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানসহ অন্যান্য অংশীজন এবং প্রান্তিক খামারিরা সার্বিক সহযোগিতা করবেন।

তিনি বলেন, এবার ড্রেসড ব্রয়লার মাংস (প্রতি কেজি) ২৫০ টাকা, দুধ পাস্তুরিত (প্রতি লিটার) ৮০ টাকা, ডিম (প্রতি ডজন) ১১৪ টাকা, গরুর মাংস (প্রতি কেজি) ৬৫০ টাকায় বিক্রি হবে।

অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে গোলাম ওয়াসিফ ও মাশরাফি ইসলাম বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন এলডিডিপি প্রকল্পের পরিচালক জসিম উদ্দিন। এছাড়া বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফারমার্স অ্যাসোসিয়েশনের (বিডিএফএফএ) সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) সভাপতি শামসুল আরেফিন খালেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু সুফিয়ান।

এনএইচ/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version