রেলওয়ে ক্রীড়ার শিরোপা হেড কোয়ার্টারের

বাংলাদেশ রেলওয়ের ৪৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হেডকোয়ার্টার (পশ্চিম রাজশাহী) পাঁচটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। তিনটি স্বর্ণ, দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ নিয়ে রানার্স আপ হয়েছে লালমনিরহাট। পাকশী দল চারটি স্বর্ণ, পাঁচটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ নিয়ে হয়েছে তৃতীয়। এবারের প্রতিযোগিতায় দ্রæততম মানব হয়েছেন পাহাড়তলী দলের ওমর ফারুক। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন রেলওয়ে সচিব মোঃ ফাহিমুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) সবুক্তগীন, প্রধান প্রকৌশলী (পূর্ব) মোঃ আবু জাফর মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতাকে ঘিরে রেলওয়ের কর্মকর্তা, কর্মচারীদের মাঝে সৃষ্টি হয়েছিল উৎসবের আমেজ। সারা দেশের অ্যাথলেটরা জড়ো হয়েছিল রেলওয়ে পোলোগ্রাউন্ড স্টেডিয়ামে। আটটি দল ১৯টি ইভেন্টে অংশ নিয়েছিল।

 

Source link

Exit mobile version