রুয়েট ছাত্রলীগ সভাপতিসহ ৪ নেতা আজীবন বহিষ্কার

 

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চারজনের ছাত্রত্ব আজীবনের জন্য বাতিল করেছে কর্তৃপক্ষ।

এছাড়া আরো ৪২ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য আরো দুই শিক্ষার্থীকে দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে।

নিয়মানুযায়ী, শৃঙ্খলা কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।

জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজীবন বহিষ্কৃতরা হলেন- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রুয়েটের সভাপতি ও পুরকৌশল বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহমিদ লতিফ লিয়ন, সাধারণ সম্পাদক ও সি.এস.ই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌমিক সাহা।

এছাড়া যন্ত্রকৌশল বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাশ্বত সাহা সাগর এবং একই শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী মৃন্ময় কান্তি বিশ্বাসের আজীবনের জন্য ছাত্রত্ব বাতিল করা হয়েছে।

এই শিক্ষার্থীরা গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা করেছিলে বলে অভিযোগ ছিল। সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সূত্র : বিবিসি

Source link

Exit mobile version