রুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ


রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। সেখানে তিনটি ক্যাটাগরিতে মেধাক্রম প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে রুয়েটের জনসংযোগ দপ্তর জানিয়েছে, মেধা তালিকায় নাম থাকা শিক্ষার্থীরা আগামী ৮-১৫ মার্চ পর্যন্ত বিভাগের পছন্দক্রম প্রদান করতে পারবেন।

ওয়েবসাইটে ‘ক’ বিভাগে এক হাজার ২৩০ সিটের বিপরীতে সাত হাজার ৯৩০ জনের তালিকা দেওয়া হয়েছে। পাশাপাশি ‘খ’ বিভাগ ও পার্বত্য জনগোষ্ঠীর জন্য যথাক্রমে ৩০ সিট ও ৫ সিটের বিপরীতে ৫২৪ জন ও ১৬ জনের তালিকা দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ভর্তির জন্য মেধাক্রম এক থেকে ১২০০ জন এবং মেধাক্রম ১ থেকে ৩০ প্রার্থীদের সশরীরে নিরীক্ষা বোর্ডে উপস্থিত হতে হবে।

আগামী ১৯ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে তাদের উপস্থিত হতে হবে। সংরক্ষিত আসনের ক্ষেত্রে বান্দরবান জেলার অধিবাসী, পার্বত্য জেলা ও অন্যান্য এলাকার উপজাতি/ক্ষুদ্র জাতিসত্তা/নৃ-গোষ্ঠী মেধাক্রম ১ থেকে ১৬ প্রার্থীদেরও একই সময়ে উপস্থিত থাকতে হবে।

এবার দুই ধাপে অনুষ্ঠিত হয়েছে রুয়েটের ভর্তি পরীক্ষা। ৮ ফেব্রুয়ারি প্রিলিমিনারি ভর্তি পরীক্ষার মাধ্যমে মনোনীত ৮ হাজার দুজন পরীক্ষার্থীকে নিয়ে গত ২০ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের পর আবারও এককভাবে স্নাতক শ্রেণির ভর্তি কার্যক্রম পরিচালনা করলো রুয়েট। এ বছর ১৪টি বিভাগে ১ হাজার ২৩৫টি সাধারণ আসন রয়েছে। এর পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত রয়েছে পাঁচটি আসন।

সাখাওয়াত হোসেন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version