রুদ্ধশ্বাস ম্যাচে ইংলিশদের বিদায় করে টিকে রইল আফগানিস্তান

 ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জো রুটের সেই সেঞ্চুরি পর কেটে গেছে ছয় বছর।মাঝে ওয়ানডেতে ৩৭ ইনিংস খেলে ফেললে ইংল্যান্ড সেরা ব্যাটসম্যান তিন অংকের দেখা পাননি একবারও।তবে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সে প্রতিক্ষার অবসান ঘটিয়েছিলেন রুট।তবে তার অনবদ্য ১২০ রানের ইনিংসে আশা জাগালেও শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌছাতে পারেনি ইংলিশরা।অফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচটি কার্যত পরিণত হয়েছিল কোয়ার্টার ফাইনালে।টানাটান উত্তেজনার যেই ম্যাচে শেষ পর্যন্ত জয়ের হাসি রশীদ-নবীদের।

 

লাহোরে বুধবার (২৬ ফেব্রুয়ারি) ‘বি’ গ্রুপের ম্যাচে ইংল্যান্ডকে ৮ রানের ব্যবধানে হারালো আফগানিস্তান। ৩২৬ রান তাড়া করতে নেমে ৪৯.৫ ওভারে সব কটি উইকেট হারিয়ে ৩১৭ রানে থেমেছে ইংলিশরা। জো রুটের ১২০ রানের ইনিংসটি কোনো কাজেই আসেনি।

আফগানদের পক্ষে ৫৮ রান খরচায় সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন আজমতউল্লাহ ওমরজাই। এছাড়া ২ উইকেট নিয়েছেন মোহাম্মদ নবি।

 

বিস্তারিত আসছে….

Source link

Exit mobile version