Status

‘রিদম অব ইউথ’ কনসার্টে আজ থাকবে জেমস সহ ৫ ব্যান্ড

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)’রিদম অব ইউথ’ শিরোনামে বসুন্ধরা টগি ক্লাব মাঠে একটি উন্মুক্ত কনসার্টের আয়োজন করা হয়েছে। যেখানে গান গাইবে নগর বাউল জেমসসহ আরও ৫টি ব্যান্ড।

 

জানা যায়, কনসার্টটি আয়োজনের প্রধান উদ্দেশ্য তরুণ সমাজকে সংগীত ও খেলাধুলার প্রতি আগ্রহী করা। যার জন্যই এমন ওপেন কনসার্টের আয়োজন করা হয়েছে। আয়োজকরা মনে করছেন এটি একটি স্মরণীয় কনসার্ট হয়ে থাকবে।

 

প্রসঙ্গত, ‘রিদম অব ইউথ’ উন্মুক্ত কনসার্টটি শুরু হবে দুপুর ২টায় যা চলবে মাঝ রাত পর্যন্ত।
এই কনসার্টে প্রধান আকর্ষণ নগর বাউল জেমস। এ ছাড়া আরও থাকবে আর্টসেল, শিরোনামহীন, এভয়েড রাফা, মেঘদল ও অ্যাঞ্জেল নুর অ্যান্ড ব্যান্ড।

Source link

Leave a Reply

Back to top button