
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার (২ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে রামেক হাসপাতালের ৩২নং ওয়ার্ডে তার মৃত্যু হয়।
মৃত হাজতি মো. বাচ্চু (৩৫) রাজশাহীর চারঘাট উপজেলার হাক ঝিকরা গ্রামের মৃত আবু বক্করের ছেলে। তার হাজতি নং ১১১১৬/২৪।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে অবস্থানকালে বুকে ব্যথাজনিত কারণে অসুস্থ হলে কারা কর্তৃপক্ষের মাধ্যমে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় বাচ্চুকে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ৩২নং ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেন। সেই ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তিনি আরও বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সাখাওয়াত হোসেন/এফএ/এমএস