‘রামাদান ব্রেকে’ ম্যাচের মাঝপথে রোজা ভাঙার সুযোগ পাচ্ছেন মুসলিম খেলোয়াড়েরা

ইংলশি ফুটবল সংস্কৃতি বরাবরই ধর্মীয় অনুশাসন পালনের সুযোগ দেওয়ার ব্যাপারে আন্তরিক।সেই ধারবাহিকতায় রমজানে সূর্যাস্তের সময়ে চলমান এফএ কাপের সব ম্যাচেই বিশেষ বিরতির নিয়ম চালু করেছে এফএ। ইংলিশ প্রিমিয়ার লিগের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তের কথা জানা না গেলেও, এফএ কাপের ম্যাচগুলোতে ছিল ‘রামাদান ব্রেক।’ মুসলমান খেলোয়াড়দের ইফতারের সময় করে দিতেই এই বিশেষ বিরতির কথা জানানো হয়েছে
গত শনিবার ফুলহ্যামের বিপক্ষে এফএ কাপের ম্যাচে ইউনাইটেড তারকা নওসাইর মাজরাউইকে খেলার মাঝপথে রোজা ভাঙার সুযোগ পেয়েছেন।রামাদান ব্রেকের আওতায় তাকে কিছুক্ষণের জন্য বিরতি নেওয়ার সুযোগ দেন রেফারি।
এছাড়া রমজান উপলক্ষ্যে ম্যানচেস্টার ইউনাইটেড মুসলিম সাপোর্টার্স ক্লাব’-এর উদ্যোগে ওল্ড ট্রাফোর্ডে (ম্যানচেস্টার ইউনাইটেডের হোম ভেন্যু) চালু করা হয়েছে নামাজের জন্য কক্ষ। মাল্টি ফেইথ রুম হিসেবে আপাতত চালু হয়েছে এই কক্ষ। যেখানে মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মের অনুসারীরাও চাইলে নিজ নিজ প্রার্থনা করতে পারবেন।
এই রুমে মূলত মুসলমানদের নামাজের ব্যবস্থা করা হলেও, সকল ধর্মের মানুষই এইখানে নিজ নিজ প্রার্থনা করতে পারবে। একসঙ্গে ২০ জন দর্শক এখানে প্রার্থনা করতে পারবেন।