Status

রামাদানের আগমনে জকিগঞ্জে তালামীযের স্বাগত মিছিল

 

মাহে রামাদানের আগমনে জকিগঞ্জে আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসা সংলগ্ন আলমনগর মসজিদ প্রাঙ্গন হতে শুরু হওয়া মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এম এ হক চত্ত্বরে এসে এক পথসভায় মিলিত হয়।

 

 

জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি মো. ছাদিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হানিফ মো. নায়িমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা তালামীযের সাবেক সহ-সভাপতি মো. কবির আহমদ ও উপজেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান ছাব্বির। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফিয়া ইমাম সমিতি জকিগঞ্জ এর সাধারণ সম্পাদক মাও. আলী হোসেন, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি মো. আলিম উদ্দিন,  ইছামতী ডিগ্রি কলেজ তালামীযের সাবেক সভাপতি হাছিব তাপাদার, জকিগঞ্জ সরকারি কলেজ তালামীযের সাবেক সভাপতি মাজেদ আহমদ, উপজেলা তালামীযের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাছুম। 

 

 

পথসভায় বক্তারা বলেন, মাহে রামাদানে মুসলিম উম্মাহ সাওম পালনের পাশাপাশি রাব্বে কারীমের নৈকট্য লাভের জন্য বিভিন্ন বিভিন্ন  ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন। বিশেষত কুরআন নাযিলের মাস হিসেবে বিশ্বের আনাচে কানাচের জনসাধারণ পবিত্র কুরআনুল কারিমের শিক্ষাগ্রহণ ও শিক্ষাদানে দিনাতিপাত করে। কুরআনুল কারিমের এই খিদমাতে বিশ্বব্যাপী নজির স্থাপন করছে আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.) প্রতিষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট। স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের উচিত রামাদানে এই সুযোগ কাজে লাগিয়ে সহিহ শুদ্ধভাবে কালামুল্লাহ শরিফ তিলাওয়াত শিখতে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের আওতাধীন শাখায় ভর্তি হওয়া। 

 

 

এসময়ে বক্তাগণ আরও বলেন যে, জকিগঞ্জ উপজেলা ইসলামি মূল্যবোধ সম্পন্ন একটি অঞ্চল। এই অঞ্চলের সাধারণের ইবাদত বন্দেগিতে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্যে আমরা জকিগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি যে, পবিত্র মাহে রামাদানে যেন সেহরি-ইফতার ও তারাবির সময় এই অঞ্চল সম্পূর্ণ লোডশেডিং মুক্ত থাকে। বক্তারা এসময় মাহে রামাদানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখতে আহবান জানান। 

Source link

Back to top button