রামগতিতে চার ইটভাটায় অভিযান, চিমনি বিনষ্ট

লক্ষ্মীপুরের রামগতিতে চারটি ইটভাটায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এসময় ইটভাটার মালিকদের বিভিন্ন অংকে জরিমানা করা হয়৷ বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নে মেসার্স আল আমিন ট্রেড কর্পোরেশন ব্রিকস এবং মেসার্স আল্লাহর দান ব্রিকস নামীয় দুটি লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ সময় পরিবেশের জন্য হুমকি স্বরূপ ইটভাটাগুলোর চিমনি বিনষ্ট এবং পানি নিক্ষেপ করা হয়। এ দুই ইটভাটার দুই লাখ দুই হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
এদিকে বুধবার (৫ মার্চ) একই উপজেলার চর আলগী ও চর রমিজ ইউনিয়নে মেসার্স পান্না ব্রিকস এবং মেসার্স ফোরন্টার ব্রিকস এ অভিযান চালিয়ে চিমনি বিনষ্ট করা হয়। এ দুই ভাটা মালিকের সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সেনাবাহিনী, পুলিশ, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় অভিযনানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান। পুরো জেলায় ধারাবাহিকভাবে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় জেলা প্রশাসন।