Facebook Bio Status

রাত ১১টায় বন্ধ হচ্ছে শেরপুর সেতু


মেরামতের জন্য শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টা থেকে ১০ ঘণ্টার জন্য ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। শনিবার সকাল ৯টায় আবারও সেতু উন্মুক্ত করে দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেতু বন্ধ থাকাকালীন বিকল্প পথে চলাচলের জন্য আহ্বান জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি রাত ১১টা থেকে পহেলা মার্চ সকাল ৯টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের (এন-২) ১৮৬তম কিলোমিটারে অবস্থিত কুশিয়ারা নদীর ওপর শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাব মেরামতের কাজ করা হবে। এসময়ে সেতুর ওপর যানচলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। মহাসড়কে চলাচলকারী যানবাহন ঢাকা-সিলেট রুটের শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের বিকল্প রুট হিসেবে শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট রুট ব্যবহারের অনুরোধ করা হচ্ছে।

এছাড়া ঢাকা-সিলেট রুটের শেরপুর (মৌলভীবাজার)-সিলেট অংশের বিকল্প রুট হিসেবে শেরপুর (মৌলভীবাজার)-(মৌলভীবাজার)-ফেঞ্চুগঞ্জ-সিলেট এবং ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের সৈয়দপুর (নবীগঞ্জ)-শেরপুর-সিলেট-সুনামগঞ্জ অংশের বিকল্প রুট হিসেবে সৈয়দপুর বাজার (নবীগঞ্জ)-রানীগঞ্জ-জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়ক ব্যবহার করতে বলা হয় বিজ্ঞপ্তিতে।

সড়ক ও জনপথ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন জাগো নিউজকে বলেন, সেতুতে যানচলাচল বন্ধ রেখে সংস্কার কাজ করা হবে। বিষয়টি ইতোমধ্যে ব্যাপকভাবে প্রচার বরা হয়েছে। পরিবহন মালিক সমিতি সেতু মেরামতকালীন সময়ে বিকল্প পথে যানচলাচলের জন্য প্রস্তুতি নিয়েছেন।

তিনি আরও বলেন, ১০ ঘণ্টার মধ্যে কাজ শেষ করার নির্দেশনা রয়েছে। যদি কোনো কারণে মেরামত কাজ শেষ না হয়, তাহলে অন্য কোনো এক সময়ে বাকি কাজ করা হবে। শনিবার ৯টার পর সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হবে।

আহমেদ জামিল/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button